তুরস্কের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপের নাম ” তুর্কি বুর্সলারি স্কলারশিপ “। ২০২১ সেশনের জন্য আবেদনের সময়সীমা ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষিত হয়েছে। পাঠকদের সুবিধার্থে নিচে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো।
আবেদনের সময়কালঃ
তুর্কি বুরসলারী স্কলারশিপ ২০২১ সেশনের আবেদনের সময়সীমা গত ১০ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হয়েছে এবং ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে।
তুর্কি বুর্সলারি স্কলারশিপ প্রোগ্রাম ২০২১
যা যা থাকছে স্কলারশিপেঃ
১) সম্পূর্ণ টিউশন ফি।
২) মাসিক বৃত্তি- অনার্সের জন্য ৮০০ লিরা, মাস্টার্সের জন্য ১১০০ লিরা এবং পিএইচডির জন্য ১৬০০ লিরা।
৩) মূল কোর্স শুরু হওয়ার আগে এক বছরের ফ্রি তুর্কি ভাষা শিক্ষা কোর্স।
৪) সরকারি/বেসরকারি ডর্মিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা (সকাল ও রাতের খাবারসহ)
৫) মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টসরা ডর্মেটরিতে না থেকে আলাদা বাসায় থাকতে চাইলে ৫৫০ লিরা বাসা ভাড়া বাবদ অতিরিক্ত দেয়া হবে। তবে অনার্সের স্টুডেন্টসদের জন্য দেয়া হয়না।
৬) প্রথমবার আসা ও কোর্স শেষে নিজদেশে যাওয়ার বিমান টিকেট (তার্কিশ এয়ারলাইন্সে)।
৭) স্বাস্থ্যবীমা।
আবেদনকারীর যোগ্যতাঃ
১) আপনি তুরস্কের নাগরিক নন।
২) তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি হন নাই।
৩) আপনি স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি কিংবা রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে ইচ্ছুক।
৪) আপনার এসএসসি/দাখিল, এইএইচসি/আলিম পরীক্ষায় ৭০% মার্ক থাকে তাহলে অনার্সের জন্য, আর উল্লেখিত পরীক্ষাগুলো এবং অনার্সে ৭৫% মার্ক থাকে তাহলে মাস্টার্সের জন্য, আর মাস্টার্সসহ সকল পরীক্ষায় ৭৫% মার্ক থাকে তাহলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন, তবে মেডিকেল ছাত্রদের বেলায় ৯০% মার্ক থাকা লাগবে।
বিঃদ্রঃ অনার্সের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ৭০% মার্ক সমান বাংলাদেশের জিপিএ- ৩.৪০। মাস্টার্স ও পিএইচডির জন্যঃ এসএসসি ও এইচএসসিতে ৭৫% মার্ক সমান বাংলাদেশের জিপিএ-৩.৬৭ এবং অনার্সে সিজিপিএ-২.৯৩ (মাস্টার্সের জন্যেও প্রযোজ্য)। তবে মেডিকেলের জন্য দুটোতেই গোল্ডেন থাকা চাই।
বয়সসীমাঃ
১. স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
২. স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।
৩. পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।
৪. রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।
“তুর্কি বুর্সলারি স্কলারশিপ প্রোগ্রাম-২০২১”
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক) সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
খ) পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
গ) SSC বা দাখিল এবং HSC বা আলিমের মুল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি।(কোথাও হতে সত্যায়িত করতে হবে না।)
বিঃদ্রঃ সর্বনিম্ম ৪.৫০ এর উপরে হলে এপ্লিকেশন করে স্কলারশিপ এর স্বপ্ন দেখতে পারেন৷ এর নিচে হলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মার্কস ৭০% এর বেশি থাকলে স্কলারশিপ এর জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। তবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে জিপিএ ৫ প্রধান্য বেশী পায়।
ঘ) মেডিকেল ডিপার্টমেন্টগুলোতে এপ্লিকেশন করতে SSC এবং HSC দুটোতেই ৯০% মার্কস থাকা আবশ্যক৷ অন্যথায় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নেই৷
ঙ) ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে GRE, TOFEL অথবা ভাষা যোগ্যতামুলক কোন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকলে শো করতে পারেন।(যদিও তার্কিশ মিডিয়ামে পড়তে TOFEL লাগবে না,তবে ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে অবশ্যই দেখাতে হবে)
বিঃদ্রঃ তুরস্কের কোন বিশ্ববিদ্যালয় IELTS সার্টিফিকেট গ্রহণ করে না।
চ) এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। (আপনার এপ্লিকেশনকে সৌন্দর্যবর্ধন করে স্কলারশিপ পেতে সহায়তা করবে)
ছ) দুইজন প্রফেসর থেকে রিকমেন্ডেশন লেটার। এ ক্ষেত্রে চাইলে আপনার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকেও নিতে পারেন
জ) মাস্টার্স ও পি এইচ ডি এর জন্য কোন লেখা পাব্লিকেশন (যদি থাকে) তার কপি। (পি এইচ ডি এর জন্য প্রকাশনা ছাড়া স্কলারশীপ পাওয়া অসম্ভব)।
(নোটঃ মাষ্টার্স ও পি এইচ ডি করতে চাইলে অনার্স ও মাষ্টার্স এর সার্টিফিকেট লাগবে। ফাজিল (৩ বছরের) কামিলের সার্টিফিকেট দিয়ে অথবা কওমি মাদরাসার সার্টিফিকেট দিয়ে এপ্লিকেশন করা যাবেনা।)
উপরোক্ত সকল ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে।
তুর্কি বুর্সলারি স্কলারশিপ-২০২১
সরাসরি আবেদন লিংকঃ tbbs.turkiyeburslari.gov.tr
অফিসিয়াল লিংকঃ www.turkiyeburslari.gov.tr
উল্লেখ্য ২০১৯ সালে বিশ্বের ১৬৭টি দেশের ১৪৬৬০০ জন আবেদনকারীর মধ্যে ৫০০০ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছে। তারমধ্যে বাংলাদেশ থেকে ৬৩ জন চান্স পেয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ৬০০০ আবেদনকারীর মধ্যে ১৫৩ জন ভাইভা দিয়েছিলো। প্রতিবছরই ৫০+ শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে আসছে।
কোনোকিছু জানতে চাইলে কমেন্টবক্সে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অনার্স কোর্স কতদিনে?
১৪৬১ দিনে
Ami hsc diyechi 2019 e
Mon Moto jaegae hoynai tai second time preparation nicchi
But akhn atka pore gesi kinda
My qsn is:
Ami ki apply korte parbo?
AMR results Bhalo SSC hsc duita tei
R scholarship ta koto diner jnno ?
Course ta mainly kisher ?
১৪৬১ দিনে বা ৪ বছর
সাব্জেক্ট লিস্ট ওদের ওয়েবসাইট এ পাবেন।
ধন্যবাদ
আসসালামুআলাইকুম ডিগ্রি পাস কোস দিয়ে কি মাস্টাসের আবেদন করা যাবে কী
4 বছর মেয়াদি অনার্স না করলে মাস্টার্স এ আবেদন করা সম্ভব না।
ধন্যবাদ
না
আসসালামুয়ালাইকুম
ভাইয়া যাতায়াত বাবদ টিকিট খরচ কি নিজেকে বহন করতে হবে? আর S.S.C…H.S.C দুটাতেই 4 পয়েন্ট থাকলে স্কলারসীপের আশা করা যায়? অনার্স পর্যায়ে ভর্তির জন্য?
এম্বাসিতে লিখইত এবং ভাইবা দুটোই পরিক্ষা দিতে হবে ? নাকি শুধু ভাইবা?
ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীরা কি BSc জন্য আবেদন করতে পারবে??