প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-2021 প্রকাশিত হয়েছে । জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা – এনএসআই জব সার্কুলার ২০২১ এ কর্তৃপক্ষ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করছে।
National Security Intelligence Job Circular
প্রতিষ্ঠানঃ প্রধানমন্ত্রীর কার্যালয়
পদ সংখ্যাঃ ৯৯০ টি
আবেদন ফীঃ ৫০,১০০,৫০০ ও ৭০০ অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদন শুরুঃ ১০ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৩ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
আবেদনের লিংকঃ cnp.teletalk.com.bd
প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি-2021
এনএসআই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে অর্থাৎ সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন। এনএসআই জব সার্কুলার ২০২১ অনুসারে পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ জানুয়ারি ২০২১, আবেদনের শেষ দিন আগামী ২৩ জানুয়ারি ২০২১.
প্রধানমন্ত্রীর কার্যালয় teletalk এ আবেদনের নিয়ম
- প্রথম আপনারা সিএনপি এর ওয়েবসাইট cnp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
- ওয়েব সাইটে প্রবেশ করে ফরম টি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা -এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি
পূর্নাঙ্গ সার্কুলার, পদের নাম, পদসংখ্যা এবং বেতন দেখুন
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিন্মােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে জমা দিবেন।
প্রথম SMS:
CNP <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: CNP ABCDEF
Reply: Applicant’s Name, TK- 50/100/500/700/- will be charged as application fee. Your PIN is *******. To pay fee Type CNP <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS:
CNP <space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: CNP YES *******.
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for CNP Application for ****** User ID is (ABCDEF) and Password (******)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group