জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্য থেকে গবেষণা প্রস্তাব আহ্বান ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্য থেকে
গবেষণা মঞ্জুরী প্রদান সংক্রান্ত রেগুলেশন -২০১৯ এর আওতায় ১ ( এক ) বছর মেয়াদী গবেষণা প্রকল্পে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নিম্নলিখিত শর্তসাপেক্ষে আগ্রহীদের আবেদন করতে হবে :
( ক ) আবেদনকারীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিংবা এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে ; অন্য কোন প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্প চলমান থাকলে আবেদন করার প্রয়োজন নেই ;
খ) একই প্রকল্প প্রস্তাব একাধিক ( একক অথবা যৌথ ) ক্যাটাগরিতে দাখিল করা যাবে
( গ ) গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে নীতিমালায় উল্লিখিত সকল শর্ত ও নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে ;
( ঙ ) আবেদনকারীকে আবশ্যিকভাবে সংযুক্ত তথ্যছক পূরণপূর্বক তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং বিগত ০৫ ( পাঁচ ) বছরে সম্পাদিত গবেষণা প্রকল্প / প্রকাশনার তালিকা জমা দিতে হবে :
চ) একটি গবেষণাকর্ম এককভাবে সর্বোচ্চ ১,৫০,০০০ / – ( এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা ও যৌথভাবে ৩,০০,০০০ / – ( তিন লক্ষ ) টাকা এর মধ্যে সম্পাদন করতে হবে :
প্রকল্প প্রস্তাবের সফট কপি মাইক্রোসফট ওয়ার্ডে সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নিম্নলিখিত ই – মেইলে পাঠাতে হবে এবং গবেষণা প্রস্তাবের ০৪ ( চার ) কপি আবেদন বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক কমিটি প্রধান / ইনস্টিটিউট প্রধান / অধ্যক্ষ এর দ্বারা অনুস্বাক্ষরিত হওয়ার পর সরাসরি ডিন , স্নাতকপূর্ব শিক্ষা
বিষয়ক স্কুল , কক্ষ নং -৫১৯ , জাতীয় বিশ্ববিদ্যালয় , গাজীপুর এই ঠিকানায় আগামী ০২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ‘ ২০২২ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে ;
ই – মেইল : [email protected] গবেষণা প্রকল্পের আবেদনপত্রের ফরম , তথ্যছক এবং সংশ্লিষ্ট যাবতীয় তথ্যাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এর NU Research Grants কন্টেন্ট – এ পাওয়া যাবে ।