নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার ৩জন সফরসঙ্গীরা উদ্ধার । শারীরিক মানসিক ভাবে বর্তমানে কথা বলার অবস্থা নেই মুঠোফোনে গণমাধ্যম কে জানিয়েছে আদনানের ছোট ভাই। পরবর্তীতে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবেও বলে নিশ্চিত করেছেন আদনানের ছোট ভাই।
এদিকে ত্ব-হাকে তার শশুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কোতোয়ালি থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে কোথা থেকে কীভাবে ত্ব-হা উদ্ধার হয়েছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
এর আগে গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন আবু ত্ব-হা। সেদিন রাতে সবশেষ তার মায়ের সাথে কথা বলেছিলেন তিনি। ফোনে মাকে জানিয়েছিলেন তিনি সাভারে যাচ্ছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অন্য খবর পড়ুন,
গাজা লক্ষ্য করে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে। হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনা। গাজা লক্ষ্য করে দিনভর রকেট হামলা এবং বিমান হামলা চালায় ইসরয়ালে।
ইসরায়েলের সেনা টুইট করে জানিয়েছে, আক্রমণ আপাতত চলবে। হামাসের বেশ কিছু পরিকাঠামো ধ্বংস করা গেছে বলেও তাদের দাবি।
ইসরায়েলের আক্রমণ নিয়ে হামাস অবশ্য এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিবৃতিও প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবরও পাওয়া যায়নি। তবে হামাসও পাল্টা রকেট হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গাজায় অবস্থিত সাংবাদিকদের খবর।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। ইসরায়েলের অভিযোগ, হামাস আগুনের গোলা ভর্তি বেলুন ইসরায়েল লক্ষ্য করে পাঠিয়েছিল। এর আগেও একাধিক বার হামাস এ কাজ করেছে। আগুনের গোলা ভরা বেলুন ইসরায়েলের খেত জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে বহু বাড়িতে। এবারও তেমন বেলুন দেখে পাল্টা আঘাত হানে ইসরায়েল। গাজা স্ট্রিপ লক্ষ্য করে দিনভর একের পর এক রকেট এবং বিমান হানা চালানো হয়।
গত মাসেই কয়েক সপ্তাহ ধরে হামাস এবং ইসরায়েলের সেনার তীব্র লড়াই হয়েছে। আক্রমণ-প্রতি আক্রমণ কার্যত যুদ্ধের চেহারা নিয়েছিল। মৃত্যু হয়েছিল অসংখ্য মানুষের। তার মধ্যে বেশ কিছু নারী এবং শিশু ছিল। শেষ পর্যন্ত মিশরের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায়। দুই সপ্তাহ কাটতে না কাটতেই ফের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে এই সংঘাত ফের যুদ্ধের আবহের দিকে যেতে পারে। হামাস পাল্টা আক্রমণ শানাতে শুরু করলে ইসরায়েলের আক্রমণও আরো বাড়বে। ফের সাধারণ মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন। www.eduguideline.com
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি District Council Scholarship 2023
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার ৩জন সফরসঙ্গীরা উদ্ধার