সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শিক্ষাবৃত্তি প্রদান ২০২২
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী।
বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার
কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর ২২৩ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে
এবাহিনীর দায়িত্ব-কর্তব্যের ব্যাপকতা বৃদ্ধি এবং কর্মকুশলতা বহুমাত্রিকতা লাভ করেছে। এর পাশাপাশি BGB বিভিন্ন
সামাজিক উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে। এরিই ধারাবাহিকতা
প্রতি বছরের ন্যায় এছর ও BGB Scholarship 2022 Circular প্রকাশ করেছে ১৮ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়।
বিজিবি শিক্ষাবৃত্তি ২০২২ এর আবেদন যোগ্যতা, কিভাবে
আবেদন করতে হবে? আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে?
ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এ লেখায়।
বিজিবি শিক্ষাবৃত্তি ২০২২ বিজিবি শিক্ষাবৃত্তি ২০২২ বিজিবি শিক্ষাবৃত্তি ২০২২
বিজিবি শিক্ষাবৃত্তি ২০২২
(১) বিজিবি’র অবসর প্রাপ্ত / শারীরিক অক্ষমতার দরুন চাকুরী হতে অবসর প্রাপ্ত সদস্যদের সন্তান , বিজিবি’র মৃত সদস্যদের
সন্তান এবং বিজিবি’র শহীদ / মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান / সন্তানদের সন্তানকে বিজিবি শিক্ষা বৃত্তি প্রদান -২০২১
(২) বিজিবি’র অবসর প্রাপ্ত / শারীরিক অক্ষমতার দরুন চাকুরী হতে অবসর প্রাপ্ত সদস্যদের সন্তান , বিজিবি’র মৃত সদস্যদের
সন্তান এবং বিজিবি’র শহীদ / মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান /
সন্তানদের সন্তানকে ২০২১ সালের জন্য বিজিবি শিক্ষা বৃত্তি প্রদান করা হবে ।
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
(৩) সত্যায়িত মার্কসীট / একাডেমিক ট্রান্সক্রিপ্ট / টেবুলেশন
সীটসহ বিজিবি কর্তৃক ছাপানো ফরমে যথাস্থানে অধ্যয়নরত
শিক্ষা প্রতিষ্ঠান / বিভাগীয় প্রধানের সীল ও স্বাক্ষর গ্রহণপূর্বক
(৪) আবেদনপত্র আগামী ১০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ডাকযোগে সদর দপ্তর বিজিবি , প্রশাসন শাখা , প্রশাসন
পরিদপ্তর ( কল্যাণ সেকশন ) , পিলখানা , ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে ।
(৫) বৃত্তির জন্য নির্ধারিত ফরম বিজিবি এর সকল ইউনিট হতে পাওয়া যাবে ।
নীতিমালা অনুযায়ী কোন কোন শ্রেণীর বৃত্তি প্রদান করা হবে তা নিম্নে উপস্থাপন করা হলো ।
বিজিবি শিক্ষাবৃত্তি আবেদন যোগ্যতা
ক । এইচএসসি / সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ গ্রেডিং প্রাপ্ত ।
খ । এসএসসি / সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ -৫ গ্রেডিং প্রাপ্ত ।
গ । ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত ।
ঘ । প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূর্ববর্তী শ্রেণীর সত্যায়িত
মার্কসীট ( শুধুমাত্র বিজিবি এর মৃত সদস্যদের সন্তান এবং শহীদ
/ মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তান / নাতী / নাতনীদের জন্য প্রযোজ্য ) ।
আবেদন ফরমের সাথে স্কুল এবং কলেজে অধ্যয়নরত ছাত্র /
ছাত্রীদেরকে পূর্ববর্তী ক্লাসের মার্কসীট / পরীক্ষার ফলাফল সীট / একাডেমিক ট্রান্সক্রিপ্ট / টেবুলেশন সীট এর সত্যায়িত
ছায়াকপি , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এর নিকট হতে মেধাবী /
সাফল্য ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদপত্র এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙ্গীন ছবিসহ দাখিল করতে হবে ।
BGB SCHOLARSHIP 2022
সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের তালিকাপত্র অনুযায়ী শিক্ষার্থীর
নামের সঠিকতা নিশ্চিত করতে হবে । নামের কোন গরমিল
আবেদন ফরমে কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে এবং আবেদন
ফরমে কোন অসম্পূর্ণতা থাকলে তা বৃত্তির জন্য বিবেচিত হবে না ।
উল্লেখ্য যে , নির্ধারিত তারিখের পর আবেদন ফরম প্রেরণ করা হলে তা অগ্রহণযোগ্য হবে ।

বিজিবি বৃত্তি ২০২২ এর আবেদন ফলাফল সংক্রান্ত পরবর্তী আপডেট আমাদের এই ওয়েবসাইটে পাবেন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)