রাত পেরোলেই মহারণ ব্রাজিল বনাম আর্জেন্টিনা । মারাকানায় রবিবার ভোর ৬টায় কোপার ফাইনাল। সেখানে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির এখনো দেশের জার্সিতে জেতা হয়নি কোনো শিরোপা। তাকে একটা শিরোপার স্বাদ দিতে মুখিয়ে পুরো আর্জেন্টিনা।
দু’দলের অতীত পরিসংখ্যান প্রায় সমানই। ব্রাজিল-আর্জেন্টিনা এখন পর্যন্ত সর্বমোট ১১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে। সেখানে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচে, আর্জেন্টিনার জয় ৪০ ম্যাচে। বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের কথা যদি বলা হয়, তাহলে ব্রাজিল শুধু আর্জেন্টিনার চেয়ে নয়, পৃথিবীর অন্য যেকোনো দলের চেয়ে এগিয়ে। মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে পেলে-নেইমারের দেশ। অন্যদিকে, মেসি-ম্যারাডোনার দেশ বিশ্বকাপ জিতেছে মাত্র দুইবার।

কোপায় দু’দল মুখোমুখি হয়েছে মোট ৩৩ বার। সেখানে অবশ্য আর্জেন্টিনা অনেক এগিয়ে। আর্জেন্টিনার জয় ১৫টি আর ব্রাজিল জিতেছে ১০টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে।
শিরোপার হিসেবেও অনেক এগিয়ে আর্জেন্টিনা। মোট ১৪ বার কোপার শিরোপা জিতেছে তারা। অন্যদিকে ব্রাজিল কোপা জিতেছে মাত্র ৯ বার।
আরো পড়ুন,
ব্রাজিল ডিফেন্ডারকে ঘুমের ওষুধ খাইয়ে ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা! আগামী ১১ জুলাই ব্রাজিলের ফুটবল তীর্থ মারাকানায় কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে।
এমন ফাইনালই চায় ফুটবলপ্রেমীরা। তার ওপর ১৪ বছর পর দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। যে কারণে ফাইনালকে ঘিরে এখন থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিস্তারিত
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অনান্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ, Brazil Vs Argentina