এইচএসসি পরীক্ষায় পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যত শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের কাছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা Bangladesh University of Engineering and Technology (BUET ) একটি স্বপ্নের প্রতিষ্ঠান। কারণ এখান থেকেই শুরু হয় জীবনে সফলতার যাত্রা। দেশের সেরাদের সেরারা পড়ার সুযোগ পায় এই প্রতিষ্ঠান এ। কিন্তু মাত্র ১০৩০ আসনের জন্য হাজার হাজার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং পরীক্ষা শেষে নানা রকম বাছাই এর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি সেরা দের সেরাদের কে বেছে নেয় দিয়ে। BUET
বুয়েট ভর্তি পরীক্ষার এই যুদ্ধে যারা অংশ গ্রহণ করতে চান তাদের জন্যে প্রয়োজনীয় কিছু তথ্য জানা খুবই দরকার! নিচে বুয়েটে ভর্তির বিস্তারিত তথ্য উল্লেখ করা হলোঃ
বুয়েটে আবেদনের যোগ্যতা-
বিগতবছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো, তারাই এই বছর বুয়েটের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারতো। এবং এক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ন বিষয়ের প্রত্যেকটিতে আলাদা করে জিপিএ ৫.০০ থাকতে হতো। এবং ইংরেজি ও বাংলায় আলাদাভাবে সর্বনিম্ন ৪ পয়েন্ট করে পেতে হতো।
সাধারণত সকল আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে ৮৫০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এবং সেই সাথে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।BUET
কিন্তু এ বছর করোনার কারণে সম্পূর্ণ ভর্তি-কার্যক্রম এ পরিবর্তন আসবে কারণ এ বছর এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি এর ফলাফল কে সমন্বয় করে ফলাফল দেয়া হবে।

বিষয় ও আসনসংখ্যাঃ
সাধারণত ভর্তি পরীক্ষার সব বিষয়গুলোকে দুটি ভাগে ভাগ করা হয়।
🔲 ক বিভাগঃ BUET
◾কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং – (৬০)
◾বস্তু ও ধাতব কৌশল – (৫০)
◾সিভিল ইঞ্জিনিয়ারিং – (১৯৫)
◾পানিসম্পদ কৌশল – (৩০)
◾মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – (১৮০)
◾নৌযান ও নৌযন্ত্র কৌশল – (৫৫)
◾ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং – (৩০)
◾ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং – (১৯৫)
◾কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – (১২০)
◾বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং – (৩০)
◾নগর ও অঞ্চল পরিকল্পনা – (৩০)
🔲 খ বিভাগঃ BUET
◾ক বিভাগের সকল বিষয় এবং স্থাপত্য – (৫৫)
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
সকল প্রকার বৃত্তির শিক্ষা সংবাদ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group