বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদন আহ্বান । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্য থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
ডেপুটি রেজিস্ট্রার শিউলি আফছার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেওয়া
সিদ্ধান্তের আলোকে ইউজিসির বৃত্তি দেওয়া হবে।
মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী ক্যাটাগরির ক্ষেত্রে শর্তাবলী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে এ বৃত্তি দেওয়া হবে, প্রতিটি শিক্ষাবর্ষ থেকে সর্বোচ্চ একজন মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীকে চার বছরের জন্য বৃত্তি দেওয়া হবে।
যে সব শিক্ষার্থী সব পর্যায়ের পরীক্ষাতে প্রথম বিভাগ/১ম শ্রেণিতে অথবা সমমানের ফলাফল করে উর্ত্তীণ হয়েছেন কেবল মাত্র তারাই এই বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। অনিয়মিত শিক্ষার্থী মনোনয়নের যোগ্য নয়।
ইউজিসি মেধাবৃত্তিধারী শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগ্রহী শিক্ষার্থীদের বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ফরম পূরণ করে ১৭ জুনের মধ্যে সব নম্বরপত্র, বিভাগের প্রত্যয়নপত্র, পরিচয়পত্র, প্রতিবন্ধী পরিচয়পত্র, বিভাগীয় চেয়ারম্যান/প্রভোস্টের স্বাক্ষরসহ ২০৮ (ক) নম্বর রুমের বৃত্তি শাখাতে জমা দিতে হবে।
আরো পড়ুন,
বৃত্তির অন্যান্য খবর দেখুন
১. প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
২. শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি
৩. মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি
৫. আল-আরাফা ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
৬. জেলা পরিষদ শিক্ষাবৃত্তির তালিকা
৭. ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
এছাড়া অন্যান্য কোন কোন ব্যাংক, সংস্থা এবং ব্যক্তি বৃত্তি দিয়ে থাকে তাদের তালিকাঃ
(১) ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
(২) ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৩) সিজেডএম(CZM)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৫)প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) এশিয়া ব্যাংক শিক্ষাবৃত্তি
(৭) সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৮) ইমদাদ শিতারা খান শিক্ষাবৃত্তি
(৯) ব্যবিলন শিক্ষাবৃত্তি
(১০)এডুকেশন ফর অল(গুড্ডি ফাউন্ডেশন)
(১১) মানুষ মানুষের জন্য
(১২) পরিজন শিক্ষাবৃত্তি
(১৩) শ্রমিক কল্যাণ শিক্ষাবৃত্তি
(১৪) ইসলামি ফাইন্যান্স শিক্ষাবৃত্তি
১৫) মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৬) প্রবাশি কল্যান শিক্ষাবৃত্তি
(১৭) সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৮) ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৯) এক্সিম ব্যাংক শিক্ষাবৃত্তি
(২০) ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি
(২১)IFIC ব্যাংক শিক্ষাবৃত্তি
(২২) প্রথম আলো শিক্ষাবৃত্তি
(২৩) ব্র্যাক মেধাবিকাশ শিক্ষাবৃত্তি( বর্তমানে বন্ধ)
(২৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি(সকল জেলা)
(২৫) গ্রামীন ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৬) ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৭) আল আরাফাহ ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৮) আমিনুল আলম ট্রাস্ট ফান্ড শিক্ষাবৃত্তি
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন। www.eduguideline.com
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদন আহ্বান