শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের চলমান ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। এ ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১২ জুন) শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোন কোন অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদরাসাসমূহে চলমান ছুটি আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ জুন দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
আরো পড়ুন,
রমেকে হামলার শিকার বেরোবি ও রাবি শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের চিকিৎসা নিতে এসে হামলার শিকার হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ
এবং তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদ করিম । শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে সাত টায় রমেকের ইমাজেন্সি ইউনিটেরর সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, রিয়াদ তার ছোট ভাই সহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমার্জেন্সি ওয়ার্ডে আনে।

ওয়ার্ডের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে করলে রিয়াদ অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে ফলে রিয়াদকে একযোগে ১৫/১৬ জন এসে রিয়াদকে মারধর করে তারা।
এসময় তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম মারধরের শিকার হয়।
হামলার শিকার শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ বলেন, আমার মায়ের ডায়ালাইসিস করার জন্য আমি মাকে ভর্তি করতে এসে ইমার্জেন্সি ইউনিটের সামনে প্রায় ১৫ থেকে ১৬ জন আমাকে বেধরক মারপিট করে।
তিনি আরো বলেন, এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে তারা গুম করার হুমকি দেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়ের চিকিৎসা নিতে এসেও মারধরের শিকার হলাম। আমি এর বিচার চাই।
পরে পুলিশী নিরাপত্তায় শিক্ষার্থী রিয়াদ কে এবং তার মাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, যারা মারধর করেন তাদের তাদের পরিচয় পাওয়া যায়নি।
মারধরের ঘটনা শুনুন ভিডিও
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন। www.eduguideline.com
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জুন পর্যন্ত