বাংলাদেশ আইসিটি কম্পিটিশন-২০২০ এ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। মুঠোফোন নম্বর অথবা ই-মেইল যাচাইয়ের মাধ্যমে অনলাইনে সহজে এ নিবন্ধন করতে পারবেন আবেদনকারীরা।
দেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতকে এগিয়ে নেওয়া ও আইসিটি খাতে মেধাবিকাশে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে মিলে চীনা তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে ‘ বাংলাদেশ আইসিটি কম্পিটিশন-২০২০ ’ আয়োজন করেছে।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে গত বুধবার (২৩ ডিসেম্বর) বলা হয়, শুধু বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দুই মাসব্যাপী তিন রাউন্ডের এই প্রতিযোগিতাটি সাজানো হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে হবে একক প্রতিযোগিতা; আর ফাইনাল রাউন্ডটি হবে দলীয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিযোগিতার সেরা তিন দল পুরস্কার হিসেবে ল্যাপটপ অথবা হুয়াওয়ে মোবাইল, হুয়াওয়ে স্মার্ট ওয়াচ অথবা ব্যান্ড পাবে। বিজয়ী দল হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের আঞ্চলিক ও বৈশ্বিক ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।
বিজয়ী দলের সদস্যরা কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে চীনের শেনঝেনে অবস্থিত হুয়াওয়ের প্রধান কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবেন। এমনকি তাঁরা পরবর্তী সময়ে হুয়াওয়ে টেকনোলজিস ( বাংলাদেশ) লিমিটেডে চাকরিও পেতে পারেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যা-সংশ্লিষ্ট বিভাগের স্নাতক শেষ বর্ষ কিংবা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলেন বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে হুয়াওয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আগ্রহী বিশ্ববিদ্যালয় অথবা বিভাগকে pacd.bangladesh@huawei.com -এ ই-মেইল করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। আর শিক্ষার্থীরা হুয়াওয়ে বাংলাদেশের ফেসবুক পেজে (https://www.facebook.com/HuaweiTechBD) লিংক থেকে নিবন্ধন করতে পারবেন।
৩১শে ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করুন এই লিংকে …
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group