২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি : প্রাথমিক আবেদনের ফল প্রকাশ হবে ১২টায়
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ বুধবার প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা দুপুর ১২টায় সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ ফলাফল জানতে পারবেন।
বিষয়টি ২০ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ নিশ্চিত করেছেন।
উপাচার্য মোনাজ আহমেদ বলেন, গত সোমবার রাতে টেকনিক্যাল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে দুপুর ১২টায় ফলাফল প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। এর অন্তত দুদিন আগেই নির্বাচিত শিক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল, ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি
উপাচার্য আরও বলেন, যেসব শিক্ষার্থীর মুঠোফোন নম্বরে সমস্যা হয়েছে, তাঁদের জন্য ওয়েবসাইটে একটি অপশন চালু করা হবে। সেখান থেকে মুঠোফোন নম্বর পরিবর্তন করা যাবে। তবে সেবাটি সব শিক্ষার্থী পাবেন না। শুধু যোগ্য শিক্ষার্থীরাই নম্বর পরিবর্তন করে আবেদন করতে পারবেন।
দ্বিতীয় দফায় বাড়াল চূড়ান্ত আবেদন ফি
এদিকে প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করার আবেদন ফি ১ হাজার ২০০ টাকা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ানো হলো চূড়ান্ত আবেদনের ফি। প্রথমে চূড়ান্ত আবেদনের ফি ৫০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, পরে আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা করা হয়। এবার ১ হাজার ২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি
এ বিষয়ে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সার্বিকভাবে প্রাথমিক আবেদন ও চূড়ান্ত আবেদনের ফি দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে কাঙ্ক্ষিত প্রাথমিক আবেদন ফি না আসায় নিরুপায় হয়ে চূড়ান্ত আবেদনের ফি বাড়ানো হয়েছে। এ ছাড়া সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ফান্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ না থাকায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের কষ্ট লাঘব করে, স্বচ্ছন্দে পরীক্ষা নেওয়া। শিক্ষার্থীরা বাড়ির পাশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং ২০ বিশ্ববিদ্যালয়ে ৬০ টাকার মতো করে পড়বে তাদের।’
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রাথমিক ফলাফল
পরীক্ষার তারিখ বিষয়ে উপাচার্য বলেন, ‘পূর্বে তারিখ ঠিক করে বারবার পেছাতে চাই না। চূড়ান্ত আবেদন নেওয়ার পর করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আগামী অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
গুচ্ছের বিশ্ববিদ্যালয় সমূহ
যে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়,
সমন্বিত ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এসএসসি-২০২১ ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান
বিষয়ের নাম | অ্যাসাইনমেন্ট শিরোনাম | অ্যাসাইনমেন্ট সমাধান |
ভূগোল ও পরিবেশ | বারিমণ্ডলের ধারণাসহ সমুদ্রতলদেশের ভূমিরূপ ও সম্পদ সম্পর্কে প্রতিবেদন | উত্তর দেখুন |
রসায়ন | বিভিন্ন যৌগ পর্যালােচনা করে যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। | উত্তর দেখুন |
হিসাববিজ্ঞান | লেনদেন লিপিবদ্ধ করনে বিশেষ যাবেদা প্রস্তুত | উত্তর দেখুন |
অর্থনীতি | কোভিট-১৯ পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামে চাহিদা ও যােগানের পরিমাণ | উত্তর দেখুন |
জীববিজ্ঞান | খেলার মাধ্যমে শ্বসনের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ | উত্তর দেখুন |
ফিন্যান্স ও ব্যাংকিং | বিনিয়ােগ ক্ষেত্র নির্বাচনে আদর্শ বিচ্যুতির মানের প্রভাব বিশ্লেষণ | উত্তর দেখুন |
পৌরনীতি ও নাগরিকতা | বাংলাদেশের প্রশাসনিক কাঠামো (কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন) বিশ্লেষণ | উত্তর দেখুন |
উচ্চতর গনিত | অসীম ধারা সংক্রান্ত সমস্যা সমাধান | উত্তর দেখুন |
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group