Paradigm Shift Education Inc একটি অলাভজনক প্রতিষ্ঠান। “Paradigm Shift Education” বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ‘মেধা বিকাশ বৃত্তি ‘ নামে একটি বৃত্তির সার্কুলার প্রকাশ করেছে।
এই বৃত্তি নিয়ে বিস্তারিত জানতে নিচের লেখাটি পড়ুন।
মেধা বিকাশ বৃত্তি
সুবিধা সমূহ
মাসিক ৩০০০-৫০০০ হাজার টাকা বৃত্তি সুবিধা । একাডেমিক ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ ।
আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক দ্বারা মাসিক পরামর্শ প্রদান ।
আবেদন চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
চাঁদপুর জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
আবেদন চলমান অনান্য শিক্ষাবৃত্তির তালিকা:
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | DBBL Scholarship HSC 2022
যোগ্যতা:
১) পরিবারের প্রতি সদস্যের মাথাপিছু মাসিক গড় আয় ৬,১২০ টাকার সমান বা তার কম ।
যেমন চার সদস্যের পরিবারের মাসিক আয় ৬১২০ × ৪ = ২৪ , ৪৮০ টাকার সমান বা কম হলে আপনি যোগ্য ।
২) আবেদনকারীকে একাদশ থেকে স্নাতক পর্যন্ত যে কোন পর্যায়ের ছাত্রী বা ছাত্র হতে হবে ।
৩) বিশ্ববিদ্যালয় পর্যায়ের আবেদনকারীর সর্বশেষ সেমিস্টারের জিপিএ বা সিজিপিএ ( দুইটার একটিতে ) কমপক্ষে ৩.৫ হতে হবে ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেসব আবেদনকারীর এখনো পর্যন্ত কোন সেমিস্টার বা ইয়ার ফাইনাল হয়নি বা ফলাফল প্রকাশিত হয়নি
সেসব আবেদনকারীর এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫ থাকতে হবে ।
৪) একাদশ – দ্বাদশ পর্যায়ের আবেদনকারীর এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৫ থাকতে হবে ।
যেকোনো সহায়তার জন্য কল বা হোয়াটসঅ্যাপ করুন সন্ধ্যা ৭-৮ : ৩০ এর মধ্যে- +৮৮০১৭১৭৮৫৬৬৮৮ ।
মেধা বিকাশ বৃত্তি
আবেদন ফর্ম কিভাবে পুরণ করবেন:
Paradigm Shift Education Inc. A registered non – profit , charitable organization for ensuring joyful & transformative education Email : pshifteducationinc@gmail.com ; Website : www.paradigmshifteducaiton.org আপনার প্রতি সদয় অনুরোধ ফর্মের প্রতিটি লাইন ভালো করে পড়ে , বুঝে এবং সময় নিয়ে পূরণ করুন ।
এই বৃত্তিটি শুধুমাত্র সেসব ছাত্র – ছাত্রীর জন্য , যাদের পরিবারের প্রতি সদস্যের মাথাপিছু মাসিক গড় আয় ৬১২০ টাকার সমান বা তার কম ।
প্রতি সদস্যের মাথাপিছু মাসিক গড় আয় নির্ণয় করার নিয়মঃ আপনার পরিবারের সর্বমোট মাসিক আয়কে পরিবারের মোট সদস্য সংখ্যা দিয়ে ভাগ করুন ।
এখন যে সংখ্যাটা পেয়েছেন , সেটা যদি ৬১২০ এর সমান বা তার কম হয় , তাহলে এই বৃত্তি আপনার জন্য ।
সকল তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে ।
অতএব কোনো অসত্য তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন এবং এই অসত্য তথ্যের কারনে আপনার দরখাস্ত বাতিল হয়ে যাবে ।
মেধা বিকাশ বৃত্তি
দরখাস্তটি পূরণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন
ধাপ -১ সম্পূর্ণ ফর্মটি প্রথমে প্রিন্ট করে নিন ।
ধাপ -২ প্রিন্ট করা ফর্মটি কলম দিয়ে হাতে পূরণ করুন ।
ধাপ -৩ এখন স্ক্যান করার পালা । প্রথমে স্ক্যান করুন পূরণ করা ফর্মটি । এরপর স্ক্যান করবেন মার্কশিট ( SSC , HSC , Honours ) ।
সব শেষে স্ক্যান করবেন ছবি । ছবিটি আবেদনকারীর সাথে আবেদনকারীর পিতা মাতা ও ভাই – বোন সহ আবেদনকারীর বাড়ীর সামনে বা উঠানে তুলতে হবে যাতে পুরো বাড়ি ছবিতে আসে ।
সবাইকে নিয়ে ছবি তোলা সম্ভব না হলে কেবল পিতা মাতার ছবি উল্লেখিত পদ্ধতিতে তুলতে হবে ।
ধাপ- ৪ সব একসাথে স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল হিসেবে ইমেইল করবেন এই ইমেইল pshifteducationinc@gmail.com ঠিকানায় । ( ইমেইল ঠিকানার বানান ঠিক আছে কিনা ভালো করে যাচাই করে দেখুন ।
অনেক ছাত্র – ছাত্রী ইমেইল ঠিকানা লেখার সময় বানান ভুল করে )
আবেদন ফর্ম পিডিএফ ডাউনলোড
আবেদন ফর্ম পিডিএফ ডাউনলোড
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
বাগেরহাট ফাউন্ডেশন বৃত্তি বাগেরহাট ফাউন্ডেশন বৃত্তি বাগেরহাট ফাউন্ডেশন বৃত্তি
এসএসসি ও এইচএসসি পাশে অনান্য শিক্ষাবৃত্তি সার্কুলার
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
(৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
(৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২ (আবেদন চলমান)
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
ডাচ্-বাংলা এসএসসি স্কলারশিপ রেজাল্ট ২০২২
জিনিয়াস শিক্ষাবৃত্তি সার্কুলার (আবেদন চলমান)
ফুল-ফ্রি শিক্ষাবৃত্তি নিয়ে বিদেশে পড়তে যাবেন কিভাবে
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি (আবেদন চলমান)
শিক্ষাবৃত্তির তালিকাঃ
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ