ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ( IsDB Scholarship ) এ বছরের বৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে। বিনা মূল্যে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বৃত্তি।
বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইডিবি বৃত্তি। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না।
প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেওয়া হয়। আইডিবি বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।
মুসলিম বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ৪ বছর মেয়াদি অনার্স, ২ বছর মেয়াদি মাস্টার্স ও ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীরা এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
যাঁরা বৃত্তি পাবেন, তাঁদের সেশন শুরু হবে এ বছরের সেপ্টেম্বর থেকে। এই বৃত্তির বিস্তারিত পাওয়া যাবে www.isdb.org তে। এ ছাড়া https://isdbscholarships.smartsimple.com/s_Login.jsp এখান থেকে তথ্য নিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
এ বৃত্তির যে যে সুবিধা রয়েছে—
১. সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ
২. প্রতি মাসে জীবনযাপনের জন্য শিক্ষার্থী পাবেন ভাতা
৩. স্বাস্থ্য ভাতা সুবিধা
৪. ফ্রি বিমান টিকিট
৫. থিসিস প্রস্তুতির জন্য আলাদা ভাতার সুবিধাসহ অন্যান্য সুবিধাও আছে
IsDB Scholarship এ আবেদন করা যাবে যে যে বিষয়ে
টেকসই কৃষি, শিক্ষা, টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, জলবায়ু পরিবর্তন, শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, আইসিটি ফর ডেভেলপমেন্ট, ইসলামী অর্থনীতি, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উন্নয়ন সম্পর্কিত সামাজিক বিজ্ঞানসহ আরও কয়েকটি বিষয়ে আবেদন করা যাবে।
আবেদনের জন্য যা যা দরকার
১. পাসপোর্ট
২. একাডেমিক পেপারস
৩. সিভি
৪. রেফারেন্স লেটার ৩টি
৫. রিসার্চ প্রপোজাল (যদি থাকে)
৬. আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ
৭. কাজের অভিজ্ঞতার সনদ
৮. মোটিভেশন লেটার
৯. মেডিকেল সার্টিফিকেট
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
পোস্ট সম্পর্কিত কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে ইমেল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
isdb scholarship,
isdb scholarship selection process,