দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কৃষি গুচ্ছের প্রশ্ন সমাধান কৃষি গুচ্ছের প্রশ্ন সমাধান
কৃষি গুচ্ছের প্রশ্ন সমাধান ২০২২
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজার ১৯৫ জন।
ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। আর পরীক্ষার জন্য আবেদন করেও হলে যাননি ১৩ হাজার ৮৪১ জন।
অনার্স পড়ুয়াদের বৃত্তি দিবে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন | আবেদন করুন
স্নাতকে ভর্তির জন্য আর্থিক সহায়তা ১০ হাজার টাকা দিবে সরকার আবেদন করুন
কৃষি গুচ্ছের রসায়ন প্রশ্ন সমাধান
১। কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব বেশি?
উত্তর: 1s
২। কোনটি অধিক স্থিতিশীল
উত্তর: d10s1
৩। চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবো
উত্তর: CO2
৪। PH4 আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান?
উত্তর: 18
৫। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
উত্তর: Cl
৬। বেনজিনে সিগমা বন্ধন কয়টি?
উত্তর: ১২
৭। কোনটির sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান?
উত্তর: NH4+
৮। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধনী আছে?
উত্তর: NH3
৯। বিশুদ্ধ পানির ঘনমাত্রা হল (mole/litre)
উত্তর: ৫৫.৫
১০। কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান?
উত্তর: CO2 & N2O
১১। 10g বিশুদ্ধ CaCO3 কে উত্তপ্ত করলে STP তে কত লিটার CO2 গ্যাস উৎপন্ন হবে?
উত্তর: 2.24
১২। কোনটি জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করে?
উত্তর: NH4OH
১৩। পানীয় জলে WHO অনুমোদিত pH মান কত?
উত্তর: 6.5-8.5
১৪। কোনটি ইলেকট্রোফাইল?
উত্তর: H2O
১৫। কোনটি নিউক্লিওফাইল?
উত্তর: (CH3)3C+
১৬। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি?
উত্তর: CH3COOH
১৭। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী এসিড?
উত্তর: CCL3COOH
১৯ রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2 x 10M হলে ppm এককে মান কত হবে?
উত্তর: ৩৬০
২০। ক্যাথোডে 1 mol H, গ্যাস উৎপন্ন হতে কী পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে?
উত্তর: 2F
কৃষি গুচ্ছের ইংরেজী প্রশ্ন সমাধান ২০২২
১। Never till tomorrow what you can do today.
Answer: put off
২। The antonym of ‘migrant’ is
Answer: Native
৩। The idiom ‘let things slide’ means
Answer: ignore
৪। He hates
Answer: to be, waiting
৫। I came here after the rain…..
Answer: has stopped
৬। The synonym of ‘brittle’ is –
Answer: Fragile
৭। We need to do more to ….. the poor flood victims.
Answer: Make up for
৮। You must ………. of Helen Keller.
Answer: have heard
৯। The word ‘desperation’ is a/an
Answer: noun
১০। Which one is the incorrect spelling?
Answer: depriciation
উল্লেখ্য, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার মোট ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ৫৩৯টি।
সেই হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়েছেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।
শিক্ষাবৃত্তির ফলাফলঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
সিজেডএম (CZM) জিনিয়াস শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি স্কলারশিপ রেজাল্ট-২০২২
এসএসসি এইচএসসি ও অনার্স পাশে বর্তমান আবেদন চলমান শিক্ষাবৃত্তি লিস্টঃ
শিক্ষাবৃত্তির নাম | আবেদন শুরু | আবেদনের শেষ সময় | আবেদন |
শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
সরকার কর্তৃক ভর্তি সহায়তা | আবেদন চলমান | ২৯ সেপ্টেম্বর ২০২২ | আবেদন করুন |
বঙ্গবন্ধু ছাত্র-বৃত্তি | আবেদন চলমান | ৩১ অক্টোবর ২০২২ | আবেদন করুন |
ভারত মৈত্রী শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট | আবেদন করুন |
বাগেরহাট জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ৩১ আগস্ট ২০২২ | আবেদন করুন |
ফেনী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি | আবেদন চলমান | ২৯ ডিসেম্বর ২০২২ | আবেদন করুন |
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group