প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তির আর্থিক সহায়তা দিয়ে থাকে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ভর্তি আর্থিক সহায়তার উচ্চমাধ্যমিক পর্যায়ের ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার, মাধ্যমিক পর্যায়ের ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি বিতরণের পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে।
এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়।
স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা
বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা,
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা
সে লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদরাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী
আরো দেখুন, সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি রেজাল্ট ২০২২
শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তা করা হয়। এরই মধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।
স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা
আরও বলা হয়, ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয়
কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আগামী ২৮ অক্টোবর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
এ নির্দেশনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি জানানোর অনুরোধও করা হয়েছে।

স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তা
অনলাইনে আবেদন প্রসেস বিস্তারিত
বি,দ্র: এই সার্কুলারটি গতো বছরের। স্নাতক ভর্তিতে আর্থিক সহায়তার সার্কুলার এখনও প্রকাশিত হয় নি। বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তি আর্থিক সহায়তার আবেদন চলছে সার্কুলার
আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাবৃত্তির তালিকা ঃ
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি সার্কুলার ২০২২
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group